আপডেট: October 31, 2019
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সাকিব যে ভুল করেছেন তার তুলনায় শাস্তি কঠিন হয়েছে। এ ক্ষেত্রে শাস্তি কমিয়ে তার মতো প্রতিভাবান খেলোয়াড়ের ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখার সুযোগ দানের জন্য তিনি আইসিসির প্রতি অনুরোধ জানান। তিনি আশা করেন, এ দুঃসময়ে বিসিবি সাকিবের পাশে থাকবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শুধু নন, বিশ্বের এক নম্বর ক্রিকেট অলরাউন্ডার হিসেবে সারা দুনিয়ায় জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের ক্রিকেট-গৌরবের অন্যতম প্রধান সারথি। কিন্তু দুর্ভাগ্যজনক সংবাদ এই যে, আমাদের গৌরবময় এ অবস্থানে যেন ছন্দপতন হলো।’
রওশন এরশাদ বলেন, খেলাধুলার অঙ্গনে জুয়াড়িদের তৎপরতা ব্যাপক। ক্রিকেটের সর্বোচ্চ বিশ্ব সংস্থা আইসিসি এর বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থা নিয়েছে। সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পেছনে যে জুয়াড়িরা লাগবে, তা স্বাভাবিক। সাকিব তার ভুল স্বীকার করেছেন। কিন্তু এ-ও সত্য যে, সাকিব ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত আইসিসি সে অভিযোগ করেনি। তিনি জুয়াড়িদের প্রস্তাবে সাড়া দেননি কিন্তু নিয়মানুযায়ী তা কর্তৃপক্ষকে অবহিত না করার ভুলটি করেছেন।’
তিনি আশা প্রকাশ করে বলেন, এ ভুল থেকে শিক্ষা নিয়ে সাকিব আবার ক্রিকেট মাঠে ফিরে আসবে খুব শিগগিরই। আমরা সে প্রত্যাশায় রইলাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০