আপডেট: April 12, 2020
ষ্টাফ রিপোর্টার
কুমিল্লাসহ ঢাকার ৮ হাসপাতাল ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে দেবীদ্বারে করোনায় আক্রান্ত হয়ে একজন (৫৩) মারা গেছেন।
গত শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জে মারা যান তিনি। গত বৃহস্পতিবার তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। পরীক্ষার তার দেহে করোনা শনাক্ত হয়। যদিও প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে রোগীর নমুনা পরীক্ষারপর পজেটিভ রিপোর্ট না আসায় কথা জানায়।
তার স্ত্রী আক্ষেপ করে বলেন, কুমিল্লা থেকে ঢাকার ৮ হাসপাতাল ঘুরেও স্বামীর ঠিকমত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে পারলাম না। একপ্রকার বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি।
তার মৃত্যুতে দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের নিজ বাড়িসহ ৮ বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও তার স্ত্রীর বড় বোনজামাই উপজেলার বেগমাবাদ গ্রামের তপন সাহা ও তার সংস্পর্শে আসা দেবীদ্বার পৌর এলাকার অরুণ চন্দ্র দত্তের বাড়িসহ ১০ বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০
#
© ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত বার্তা বাজার | কারিগরি সহযোগিতায় হোস্ট বাজার