আপডেট: September 29, 2020
করোনা ভাইরাসে বিনামুল্যে অক্সিজেন সেবা প্রদান করায়
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার দেবিদ্বারে মহামারী করোনা ভাইরাসে বিনামুল্যে অক্সিজেন সেবা প্রদান করায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেনকে সম্মননা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে এ ক্রীড়া সংগঠককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও (ডিএফএ)র সভাপতি জনাব আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থাার সাধারণ সম্পাদক জনাব নাজমুল আহসান ফারুক রুমেন, ডিএফএ সাধারন সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির যুগ্ম-সম্পাদক হলেন মো: শফিরুল ইসলাম বাদল, কোষাধ্যক্ষ হলেন আল আমিন ভ‚ইয়া, সদস্য মোজাহের উদ্দিন সেন্টু, সারোয়ার জাহানসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এ সময় দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কুমিল্লার দেবিদ্বারে করোনায় আক্রান্ত রোগীদেরকে বিনামুল্যে অক্সিজেট সেবা প্রদানসহ জনকল্যান মুলক নানা কর্মকান্ড পরিচালনা করে এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন দেবিদ্বার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ভিপি ময়নাল হোসেন। ক্রীড়া সংগঠন ছাড়া সামাজিক এবং মানবিক নানা কর্মকান্ডে অবদান রাখছেন ভিপি ময়নাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০